চুলের যত্নে মেথি ও কালোজিরার উপকারিতা
চুলের যত্নে মেথি ও কালোজিরার উপকারিতা
প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম । আপনারা নিয়মিত চুল পড়া সমস্যা নিয়ে
খুব চিন্তিত থাকেন। আমি আপনাদের চুল নিয়ে ভাবনা চিন্তার দূর করার চেষ্টা
করব। ঘরে বসে প্রাকৃতিক উপায়ে আমরা আমাদের চুল নিয়ে নানা সমস্যা সমাধান
করতে পারি। আপনারা মনোযোগের সাথে আমার আর্টিকেলটি শেষ পর্যন্ত করার চেষ্টা
করবেন। চুল দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। চুলকে টিকিয়ে রাখার চিন্তা
সবার।
সুচিপত্রঃ চুলের যত্নে মেথি ও কালোজিরার উপকারিতা
- চুলের যত্নে মেথি ও কালোজিরার উপকারিতা
- চুলের যত্নে মেথি কি কি কাজ করে
- অতিরিক্ত চুল পড়ার কারণ কি
- চুলের যত্নে মেথি ও কালোজিরার ব্যবহার
- মেথি ও কালোজিরার গুনাগুন
- মেথির ও কালোজিরার উপকারিতা
- চুলের যত্নে কালোজিরা তেলের ব্যবহার
- কালোজিরার তেল বানানোর পদ্ধতি
- মেথির তেল বানানোর পদ্ধতি
- উপসংহার
আরও পড়ুনঃ সজনে পাতার উপকারিতা
চুলের যত্নে মেথি ও কালোজিরার উপকারিতা
চুলের যত্নে মেথি কি কি কাজ করে
মেথি শব্দটি সবাই চেনে। এটি মশলা হিসেবে ব্যবহার করা হয়। প্রতিটি রান্নাঘরে কম-বেশি পাওয়া যায়। বিভিন্ন তরকারিতে এটি তরকারির স্বাদ কে বাড়িয়ে দেয়। মেথিতে অনেক ধরনের উপাদান পাওয়া যায় যাতে গুণাগুনে ভরপুর। বিশেষজ্ঞরা চুলের জন্য এটিকে বিশেষ কার্যকরী হিসেবে মনে করেন। প্রাকৃতিক উপায়ে চুল পড়া বন্ধ করার জন্য আপনি মেথিকে বেছে নিতে পারেন। কারণ মেথিতে আছে বিভিন্ন পুষ্টি উপাদান ছাড়াও ভিটামিন সি যেটা চুলের জন্য খুব উপকারী।
গরমে ঘামের কারণেও অনেক অনেক চুল পড়ে থাকে আর শীতে ভেজা চুল না শুকানোর
কারণে চুল পড়তে থাকে। তাই চুলের যত্নে মেথি ব্যবহারে চুল পড়া বন্ধ
হয়ে যায় ও নতুন চুল গজাতে সাহায্য করে। প্রাকৃতিক উপায়ে চুলকে বড় করা যায়
মজবুত করা যায় এমনকি চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়।
অতিরিক্ত চুল পড়ার কারণ কি
চুলকে মানুষের দেহের একটা সৌন্দর্যের প্রতীক বলা যায়। চুলের সমস্যা দূর
করার জন্য জানতে হবে চুল কেন পরে। অনেকের মানসিক চাপের কারণে চুল পড়তে
থাকে। বিভিন্ন ভিটামিনের স্বল্পতার কারনেও হয়ে থাকে। অতিরিক্ত না
ঘুমানোর কারণে ও চুল পড়তে পারে। চুল পড়া সমস্যাটি নিয়ে ছেলে মেয়ে উভয়ই ভুগে
থাকেন। তাইতো যারা চুলের সমস্যা নিয়ে চিন্তিত তারা মে্থি ও কালোজিরা ব্যবহারের
অনুসরণ করতে পারেন।
চুলের যত্নে মেথি ও কালোজিরার ব্যবহার
মেথি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তেমনি চুলের জন্য খুব কার্যকরী। কালোজিরা কে বলা হয়েছে মরণ রোগ ছাড়া সকল রোগের ওষুধ। এটি চুলের জন্য খুব কার্যকরী। আপনারা অতি সহজে ঘরে বসে মেয়েটি ও কালোজিরা দিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করতে পারেন।মেথিতে আয়রন ও পুষ্টি উপাদান পাওয়া যায় তাই চুলকে প্রাণবন্ত ও মজবুত করতে সহায়তা করে।এই প্যাক তৈরির জন্য মেয়েটি ও কালোজিরা সম পরিমাণে নিবেন এবং সারারাত পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। চাইলে দিনে ও চার পাঁচ ঘন্টার মত ভিজিয়ে রাখলেও চলবে।
পরবর্তীতে ভেজানো পানি গুলো ছাকনি দিয়ে ছেঁকে নিবেন, তারপর একটি স্প্রে করা যায় এমন একটি বোতলে প্রবেশ করাবেন। পরে যেকোন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। মেথি ও কালোজিরা কে পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও চুলের গোড়ায় ব্যবহার করা যেতে পারে ।চুলের গোড়ায় মেখে এক ঘন্টা পর চুল যে কোন শ্যাম্পু দিয়ে ধৌত করে ফেলবেন। এতে দ্রুত চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে। সপ্তাহে দুই বা একদিন লাগাতে পারেন।
মেথির ও কালোজিরার উপকারিতা
মেথি ও কালোজিরা এই দুটি চুলের জন্য বেশ কার্যকরী এই দুটি উপাদানে
পুষ্টিগুণ সম্পন্ন। এই দুটি উপাদান ই পুষ্টিগুণ সম্পন্ন যা চুলের জন্য ভালো ফল
দেয় এবং দ্রুত কাজ করে অন্যান্য উপাদান থেকে।
দশটি উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব
১ মেথি ও কালোজিরা এই দুটি উপাদান চুলের খুশকি থেকে আপনাকে মুক্ত করে দিবে। এটি চুলের গোড়ায় হেয়ার ব্যাগ তৈরি করে চুলের গোড়ায় দিলে খুশকি দূর করা যায়
২ অল্প বয়সে অনেকের চুলে পাক ধরে যায় এই পাক ধরাকে দূর করতে মেথি ও কালোজিরা হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন।
৩ শ্যাম্পু করার পর আমরা কন্ডিশনার ব্যবহার করে থাকি কন্ডিশনারের পরিবর্তে মেথি ভিডিও ব্যবহার করা যেতে পারে ।
৪ মেথি ও কালোজিরা বেশ কার্যকরী একটা উপাদান যা চুল পড়াকে রোধ করে।
৫ চুল পড়া বন্ধ করতে মিটিও কালোজিরা দুটি উপাদান একসাথে ব্যবহারে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়।
৬ চুলের খসখসে ভাব দূর করে চুলকে আরো উজ্জ্বল করে তোলে মেথিও কালো জিরার প্যাকটি।
৭ অনেকেই চুলের লাগছে ভাব নিয়ে চিন্তিত থাকে মেথিও কালোজিরার প্যাকটি তৈরি করে চুলে দিলে লালচে ভাব দূর হয়ে যাবে ।চুলকে স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করবে।
৮ ভিটামিনের অভাবেও অনেক ছেলেদের চুল পড়ে থাকে মেথি ও কালোজিরার প্যাকটি ব্যবহার করলে চুল পড়া সমস্যাটি দূর করতে পারে।
৯ মাথায় হালকা চুল থাকলে দেখতে অসুন্দর দেখায় বললেই চলে। ভিডিও কালোজিরা ব্যবহারে চুল ঘন করতে সাহায্য করে।
১০ মেথি ও কালোজিরার প্যাকটিস ব্যবহার করলে চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে।
কালোজিরা তেলের ব্যবহার
কালোজিরার তেল স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এটি চুল পড়াকে বন্ধ করে চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এমনকি ত্বকের শুষ্কতাও দূর করে দেয়। স্বাস্থ্যের দিক থেকে এর কোন জুড়ি নাই। মানুষের কাছে কালোজিরা চাহিদা অনেক। কালোজিরার তেলটি নানা সমস্যার সমাধান করে থাকে। বাজারে এই তেলের দাম একটু বেশি হলেও এটি মানুষ তবুও কিনে নেয় । কালোজিরা তেল ব্যবহারে কারো ক্ষতির কোন আশঙ্কা নেই। কারণ এটি প্রাকৃতিক একটি উপাদান।
ত্বকের যত্নে কালোজিরা তেলের ব্যবহার
অনেক ছেলে মেয়ের ব্রণ ও ত্বকের দাগ দেখা দেয়। এই বিষয়টা নিয়ে উভয়ই খুব
চিন্তিত থাকে। কালোজিরা তেল ব্রনের স্থানে লাগালে ব্রণের দাগ দূর হয়ে
যায়। ত্বকের শুষ্কতা দূর করতেও কালোজিরার তেল ব্যবহার করা হয়।
কালোজিরা তেল কালোজিরার তেলটি ব্যবহারে এটি ত্বকের কোষগুলোকে শক্তিশালী করে তোলে
এবং ত্বকের স্বাস্থ্যকে ভালো করে। এটি এটি বয়সের ছাপকে দূর করে দেয়, ত্বককে
উজ্জ্বল করে তোলে।
কালোজিরার তেল বানানোর পদ্ধতি
কালোজিরার তেল বাড়ানোর জন্য প্রথমত ভালো মানের তেল নিতে হবে অলিভ অয়েল সরিষার তেল ও নারিকেল তেল এর মধ্যে যেকোনো একটি বাছাই করতে পারেন।তবে নারিকেল তেলের জনপ্রিয়তা একটু বেশি বললেই চলে যে তেলটিকে আপনি বাছাই করেছেন সে তেলটিকে আপনি আগে একটি পাত্রে ৫০০ এমএল আন্দাজ নিয়ে অল্প আঁচে গরম করে নিবেন।
তারপর পাত্রটি নামিয়ে গরম তেলে ধীরে ধীরে কালোজিরার বীজ মেশাতে থাকবেন ভালোভাবে মেশানোর পর তেলটি ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে ।তারপর এয়ার টাইপ বোতলের তেলটি ঢেলে রেখে দীর্ঘদিন ব্যবহার করা যেতে পারে। তেলকে কার্যকরী করার জন্য কালোজিরার তেলের বোতলটি সপ্তাহখানেক রোদ্রে রাখতে পারেন।
তেলটিকে ছেঁকে নিয়ে বীজ আলাদা করে শুধু তেলটি সংরক্ষণ করে রাখুন। এই তেল আপনি নানাবিধ কাজে ব্যবহার করতে পারেন কালোজিরার তেল একটি প্রাকৃতিক উপাদান যাতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই কালোজিরা শুধু চুলেই নয় ত্বকেওব্যবহার করা যায় যার ফলে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত হয়।
মেথির তেল বানানোর পদ্ধতি
কে না চায় মাথা ভরা চুল। চুলের যত্নে ঘরে থাকা মেয়েটি নামক উপাদানটি দিয়ে তেল তৈরি করা যেতে পারে ।মেথির গুনাগুন সম্পর্কে অনেকেরই জানা এতে আছে ভিটামিন পটাশিয়াম ও প্রোটিন যা উপকারী উপাদান হিসেবে বিবেচিত। আমরা ঘরেই তৈরি করতে পারি এই তেলটি ।মেথি তেল বানানোর জন্য মেথি ও নারকেল তেল লাগবে একটি পাত্রে এক কাপ তেল দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে ।
এতে তেলের সাথে এক চামচ মেথি বা মেথি গুঁড়ো দিয়ে অল্প আছে ভালো করে ফোটাতে হবে।
মেথির রং চেঞ্জ হয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে।তেল ঠান্ডা করে এয়ার টাইট
বোতলে ভরে দীর্ঘদিন ব্যবহার করা যাবে মেথি তেল স্ক্যাল্পে ভালো করে মেসেজ করে এক
ঘন্টা রাখতে হবে। তারপর ধৌত করে ফেলবেন এতে চুলের উজ্জ্বলতা ফিরে পাবেন।
উপসংহার
চুলের যত্নের মেথি ও কালোজিরার উপকারিতা সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমার সুপার ইউ এস আইটি ওয়েবসাইটির আর্টিকেল গুলো আপনাদের কাছে বোধগম্য হলে আমার ওয়েবসাইটটি ভিজিট করবেন ।আমি মেথি ও কালোজিরার উপকারিতা এরকম আরো অন্যান্য বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব। নিয়মিত ভিজিট করুন আমার ওয়েবসাইটটি এবং অন্যান্যদেরকেও শেয়ার ক্রুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url