ই পর্চা খতিয়ান অনুসন্ধান

 ই পর্চা খতিয়ান অনুসন্ধান

ই পর্চা খতিয়ান কিভাবে অনুসন্ধান করতে হয় তা অনেকে জানে বা অনেকে জানেন না কিন্তু এখনকার যুগে জীবনযাত্রা এতটাই সহজ হয়ে গেছে যে কোন ব্যক্তি  ই পর্চা খতিয়ান সম্পর্কে জানতে চাইলে অনলাইনে ঘরে বসে থেকে  ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারেন।



ই পর্চা খতিয়ান ব্যবহার করে ঘরে বসে আমরা অনলাইনের মাধ্যমে জমির দলিল পত্র দাগ নম্বর খতিয়ান আরো অনেক কাজ করতে পারি।




গ্রামের মানুষরা ও আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে  দিন দিন সচেতন হয়ে যাচ্ছে ।তারা ও আজকাল নতুন কে জানার জন্য উদ্বিগ্ন ।তারাও ঘরে বসে অল্প সময়ে অনলাইনের মাধ্যমে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারেন।

পোস্ট সূচীপত্রঃ ই পর্চা খতিয়ান অনুসন্ধান



ই পর্চা খতিয়ান অনুসন্ধান

ই পর্চা খতিয়ান অনুসন্ধান হচ্ছে একটা আনুষ্ঠানিক নথি যা এমন একটি দলিল বাংলাদেশের জরিপ বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত সকল তথ্য সেখানে থাকে কোন ব্যক্তির নামে কার কতটুকু বৈধ জমি আছে এবং কতটুকু অংশবিশেষ রয়েছে তা জানতে হলে খতিয়ান অনুসন্ধান করা জরুরী। বর্তমান যুগে উন্নয়নের মাধ্যমে খতিয়ান ও দাগের নানা তথ্য অনুসন্ধান করা যায়। খতিয়ান যাচাই করে জমির বৈধ মালিকানা  খুঁজে পাওয়া যায় আগের দিনের মতো ভূমি অফিসে না দৌড়ালেও হয় অনলাইনে ওয়েবসাইট থেকে বা মোবাইল অ্যাপসের মাধ্যমে খতিয়ান ও দাগের তথ্য জানা যায়।


 সার্ভে খতিয়ান ডাউনলোড

অনেকেই সার্ভে খতিয়ান ডাউনলোড করতে পারেন না আমি আপনাদের সার্ভিস খতিয়ান ডাউনলোড করার নিয়ম সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনার হাতে থাকা স্মার্টফোন ল্যাপটপ অথবা পিসি দিয়ে ঘরে বসে অনলাইনে মাধ্যমে ডাউনলোড করতে পারে আপনাকে প্রথমে সার্ভে খতিয়ান ডাউনলোড করার জন্য ল্যাপটপে বা স্মার্টফোনের গুগল ক্রোমে গিয়ে dlrms.land.gov.bd সার্চ দিতে হবে তারপর এই ওয়েবসাইটে ক্লিক করে এর মধ্যে ঢুকতে হবে ডাউনলোড করার নিয়ম নিচে দেয়া হলঃ

 ডাউনলোড করার আগে আপনার যে বিভাগ কি দরকার সে বিভাগ কি বাছাই করে নিতে হবে 

জেলা মার্ক করে নিতে হবে অর্থাৎ যে বিভাগের যে জেলায় আপনি বাস করেন।

আপনি যেখানে থাকেন সেখানকার থানা বা উপজেলা বাছাই করতে হবে।

যে ধরনের খতিয়ান আপনার চাই সে খতিয়ান আগে বাছাই করে নিতে হবে যথা বি আর এস, এস এ, আর এস, সি এস যেটা আপনার দরকার সেটিকে বাছাই করে নিতে হবে

মৌজা বাছাই করাও খুব জরুরি কোন মৌজায় আপনার বসবাস সেটি বাছাই করতে হবে।


অনলাইনে নাম জারি খতিয়ান অনুসন্ধান

অনলাইনে নাম জারি খতিয়ান কিভাবে অনুসন্ধান করতে হয় তা আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের দেশ এখন অন্যটির চরণ শিখরে উঠে যাচ্ছে তাই আমরা সকল কাজ অতি সহজে সময়কে বাঁচিয়ে করতে পারি এতে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে বেশিরভাগ মানুষই অনলাইনের মাধ্যমে ঘরে বসে নানা ধরনের কাজ করতে পারে ঠিক তেমনি ঘরে বসে আমরা ই পর্চা অনুসন্ধান অতি সহজে করতে পারি।

খতিয়ান অনুসন্ধান করার জন্য আপনাকে অনেক নিয়ম মেনে চলতে হবে এটি অনুসন্ধান করতে আপনি মোবাইল ও ব্যবহার করতে পারেন ল্যাপটপ বা পিসি ব্যবহার করতে পারেন এরপর আপনাকে গুগলে সার্চ দিতে হবে "dlrms.land.gov.bd" লিখে। সেখানে আপনার বিভাগ জেলা উপজেলা মৌজা ইত্যাদি সহ বিভিন্ন তথ্য পূরণ করে সাবমিট দিতে হবে।

সাবমিট দেওয়ার পর নামজারি খতিয়ানটি আপনার সামনে এসে যাবে ।আপনি দ্রুত খতিয়ানটি ডাউনলোড করে ফেলতে পারেন কষ্ট করে আর আপনাকে ভূমি অফিসে যেতে হবে না ঘরে বসে কম সময় দ্রুত ডাউনলোড করে নিতে পারবেন।

জমির দলিল উঠানোর নিয়ম

জমির দলিল উড়ানোর নিয়ম সম্পর্কে অনেকে জানেন অনেকেই জানেন না জমি দলিল কিভাবে উঠাতে হয় বিস্তারিত জানানোর চেষ্টা করব আমার কনটেন্টই পড়তে থাকুন আপনার সব পরিষ্কার হয়ে যাবে।জমির দলিল উঠানোর নিয়ম হচ্ছে যেই জজের দলিলটা উঠাতে চাচ্ছেন সেই জমির দলিলের সিএস অথবা আরএস অথবা বিএস দাগ নম্বরটি আপনাকে জেনে নিতে হবে।

 আরএস বা বিএস দাগ নম্বর জানার জন্য আপনাকে আপনার এলাকার ভূমি অফিস থেকে দাগ নম্বর জেনে নিতে হবে।নাম জারি নথি সংগ্রহ করতে এবং জমিটা সর্বশেষ কার নামে জারি করা হয়েছে সেটি জেনে নিতে হবে এই দলিলের থেকে আপনি দাগ নম্বর জেনে নিতে পারবেন দাগ নম্বরটি দিয়ে আপনি সার্টিফাইড কফির জন্য আবেদন করতে পারেন।

 পাঁচ ছয় বছরের পুরনো দলিল হলে আপনি অফিস থেকে তুলে নিতে পারবেন যদি এর চেয়েও বেশি পুরনো হয়ে থাকে তাহলে ডিসির রেকর্ড রুম থেকে সংরক্ষণ করতে হবে ।ই পর্চা অনুসন্ধান সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

দলিলের সার্টিফাইড কপি তোলার নিয়ম

দলিলের সার্টিফাইড কপি তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নানা সমস্যার কারণে অনেকের দলিল হারিয়ে যায় ,নষ্ট হয়ে যায়, পুড়ে যায় ইত্যাদি ইত্যাদি অনেকের জানা নেই দলিল হারিয়ে গেলে বা নষ্ট হলে দলিল সার্টিফাইড কপি তোলা যায় কিভাবে। সার্টিফাইড কপি তোলার জন্য আপনাকে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে আবেদন করতে হবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল ফোনের দ্বারা করা যেতে পারে আবেদন করতে আপনাকে ২০০ টাকা খরচ করতে হবে ।অনলাইনের মাধ্যমে আপনার কম খরচ হবে তবে অন্যের মাধ্যমে করতে আপনার হাজার টাকা লেগে যেতে পারে।


দলিলের নকল তোলার খরচ 

আসল দলিল পাওয়ার আগ পর্যন্ত আমাদের বিভিন্ন কাজের জন্য নকল দলিল প্রয়োজন হয়ে থাকে ।তাই নকল দলিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন দলিল তৈরিতে অনেকটা সময় লেগে যায় । আজকে আপনাদের জানাবো নকল দলিল কি করে উঠাতে হয় নকল দলিল উঠানোর জন্য আপনার খরচ হবে ২০০০ টাকা।

 নতুন দলিল করতে দেয়ার সময় ভূমি অফিসে বলতে হবে দলিল যেন দুই কপি বের করে । নকল দুই কপি দলিলের থেকে এক কপি আপনার নিজের কাছে রাখবেন আরেক কপি দলিল দিয়ে আপনি আপনার জন্য সকল ধরনের কাজ সেরে নিতে পারবেন আপনি যদি নকল দড়ির দ্রুত পেতে চান তাহলে উপজেলা ভূমি অফিসে গিয়ে জানাতে হবে তাহলে পাঁচ দিনের মধ্যে আপনি জমির দলিলটি পেয়ে যাবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন।

পুরাতন দলিল বের করার নিয়ম

পুরাতন দলিল বের করার নিয়ম সম্পর্কে আপনাদের জানাবো ।আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার কনটেন্টটি পড়তে থাকুন।তাহলে বুঝা যাবে কিভাবে পুরাতন দলিল বের করতে হয়। আমাদের দেশ এখন উন্নতির দিকে যার ফলে ঘরে বসে অতি দ্রুত আমরা অনলাইনে সকল কাজ সম্পূর্ণ করে ফেলতে পারি। 

অনলাইন এর মাধ্যমে শুধু পুরনো দলিল নয় আরো দরকারি ডকুমেন্ট বের করতে পারেন ।অনলাইনের মাধ্যমে পুরনো দলিল বের করতে আপনাকে দুটি দিক জানতে হবে এবং রেজিস্ট্রেশন ভালো করে জেনে নিতে হবে না হলে অনলাইনের মাধ্যমে সেটি বের করা আপনার জন্য কঠিন হয়ে যাবে।

অনলাইনে পুরনো দলিল বের করার জন্য আমাদের ল্যাপটপ বা পিসিতে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে তারপর সেখানে সার্চ বারের মধ্যে " e registration" লিখে সার্চ দিতে হবে প্রথমে থাকা ওয়েবসাইটটির ভেতর প্রবেশ করতে হবে সেখানে বলা থাকবে আপনি কোন ধরনের দলিল বের করতে চাচ্ছেন ।

সেখানে আপনি পুরনো দলিল বের করার জায়গাটি বাছাই করে নিবেন। তারপর সেখানে জমির মালিকের সঠিক নামটি ইংরেজিতে দিবেন এবং সেই জমির শেষ কত সালে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটি বসাতে হবে সঠিক সাল না দেওয়ার কারণে আপনি সঠিক দলিলটি খুঁজে নাও পেতে পারেন ।তাই  সঠিক নাম ও সাল দিয়ে ওয়েবসাইটটির মধ্যে আপনার  কাঙ্খিত দলিলটি পেয়ে যাবেন।

অনলাইনে খতিয়ান বের করার নিয়ম

অনলাইনে খতিয়ান বের করার নিয়ম অনেকেই জানেন না তাই আমি আপনাদের জানানোর জন্য চেষ্টা করব জানার জন্য আপনাদেরকে অবশ্যই ভালো করে আমার কনটেন্টটি মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এবং জানতে পারবেন অনলাইনে খতিয়ান বের করার নিয়ম গুলো কি বা কিভাবে বর্তমানে আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে কারণ সবকিছুই হয়ে থাকে অনলাইনে তাই আমরা ঘরে বসেও করতে পারি বাইরে না গিয়ে অনলাইন থেকে কিভাবে খতিয়ান বের করা যায় তার নিয়ম গুলো আমি বলব।

আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ বা পিসি যেটাই হোক আপনার কাছে যেটা থাকবে সেটা থেকেই আপনি অনলাইনে খতিয়ান বের করতে পারেন। এর জন্য আপনাকে পিসির ভিতরে প্রথমে প্রবেশ করতে হবে তারপর সেখানে সার্চবারে গিয়ে ই পর্চা ডট গভর্নমেন্ট ডট বিডি লিখে সার্চ করতে হবে।

 তারপর আপনি সেই ওয়েবসাইটটি তে প্রবেশ করবেন ।প্রবেশ করার পর সেখানে কাঙ্খিত বিভাগ জেলা উপজেলা থানা এবং মৌজা এগুলো আপনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনি আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন এমনকি ডাউনলোড করে বা প্রিন্ট করেও রাখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনলাইনে খতিয়ান বের করার  নিয়ম।


অনলাইনে জমি দলিল বের করার নিয়ম

অনলাইনে জমির দলিল বের করার নিয়ম সম্পর্কে আমি বিস্তারিত জানাবো আপনারা  যদি জমি কিনতে চান তাহলে সেই জমির দলিল নেওয়া অত্যন্ত জরুরী। কিভাবে আপনারা জমির দলিলটি বের করে নিবেন তা আমি বলবো ।খুব সহজেই  ফোনের মাধ্যমে বের করতে পারবেন। জমি কেনার আগে অবশ্যই আপনার জমির দলিল দাগ নম্বর এবং জমির মালিকানা অবশ্য যাচাই করে নিতে হবে নতুবা অনেক সমস্যায় পড়তে পারেন।

 আপনাকে জমির মালিকের মালিকানার বৈধতা সঠিকভাবে যাচাই করে বা জেনে নিতে হবে পরবর্তীতে আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন। অনলাইনের মাধ্যমে জমির মালিকানা জেনে নিতে পারবেন খুব সহজে এদেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা ভুয়া কাগজপত্র ডকুমেন্ট দেখিয়ে বিভিন্ন মানুষের কাছে জায়গা জমি বিক্রি করে থাকে।

 পরবর্তীতে জমির সম্পত্তির মালিক এসে সে ক্রেতা বিরুদ্ধে মামলাও করে থাকেন। এই মামলা থেকে আপনাকে বাঁচার জন্য সঠিক রূপে অনলাইনের মাধ্যমে জমির দলিল বের করতে হবে। জমি কেনার আগে অবশ্যই দলিল ভালো করে চেক করে নিবেন যাতে পরবর্তীতে আপনার বিপদ না ঘটে মামলা মোকদ্দমায় ফেঁসে যেতে না হয়। আপনাকে অবশ্যই জমির ভায়া দলিল ভালোভাবে চেক করে নিতে হবে যাতে আপনি প্রতারণা থেকে রক্ষা পেতে পারেন।


শেষ কথাঃ ই পর্চা খতিয়ান অনুসন্ধান

ই পর্চা খতিয়ান অনুসন্ধান সম্পর্কে আপনাদের কাছে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন জমির দলিল কিভাবে বের করবেন তা নিয়ে আমি  জানানোর চেষ্টা করেছি। সঠিক রূপে আপনারা যদি জমির দলিল অনুসন্ধান করেন অবশ্যই পেয়ে যাবেন সেই নিয়মগুলো আমি আপনাদেরকে জানিয়েছি সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে সঠিক রূপে তথ্য দিলে আপনারা পেয়ে যাবেন আপনাদের মূল দলিল।













এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url